সম্প্রতি তথ্য অনুশীলন করতে গিয়ে বাংলাদেশের কিছু ভূতুড়ে স্থান সম্পর্কে জানা যায়। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের ভূতুড়ে ও রহস্যময় এসব স্থানগুলোকে।যার রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
১.চলন বিল
চলনবিল বাংলাদেশের ভ্রমন বিলাশী মানুষের কাছে একটি পছন্দের নাম। প্রতি বছর দেশি-বিদেশি প্রচুর মানুষ সেখানে ভ্রমন করতে যায়।
কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভৌতিক স্তানের তালিকায় উঠে আসে এই চলনবিলের নাম। এটি বাংলাদেশের উওর-পশ্চিমে অবস্তিত সবচেয়ে বড় বিল।শোনা যায় চলনবিলের এই জায়গায় একজন নামকরা জমিদারের বসবাস ছিল।একদিন রাতে কোন এক অজানা কারনে হঠাৎ করে জমিদার মারা যায়।আর সেই রাতের ভিতরেই সেখানে গজিয়ে উঠে ৩টি মন্দির।
হতভাগ করা ব্যাপার হচ্ছে মন্দিরটি পরের দিনই নিজ থেকে ভেঙে যায়। আর সেইথেকে লোকমুখে এই ৩টি মন্দির ও বিলের উপর ভুতুরে প্রভাব আছে বলে জানা যায়।
২.ফয়েস লেক
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে এক দুর্বার আকর্ষনের নাম হচ্ছে ফয়েস লেক।
তবে অবাক করা বিষয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভৌতিক গল্লের মধ্যেও ফয়েস লেকের নাম ডাক আছে।এখানে প্রচলিত ভুতুরে গল্পের মধ্যে সবচেয়ে বেশি চোনা যায় সাদা শাড়ী ও কালো শাড়ীর গল্প।লোকেরা বলে এখানে নাকি একজন সাদা পোশাক পরিহিত ও একজন কালো পোশাক পরিহিত নারীর উপস্তিতি লক্ষ করা যায়।স্থানীয় বয়স্ক লোকেরা বলেন সেখানে নাকি একই বয়সি দুইজন নারীর একসাথে মৃত্যু ঘঠে।এবং তাদের আত্মা এখনি সেই জায়গাটি ছেড়ে জায়নি বলে তাদের দাবি।কিন্তু এসবের প্রমান এখনো কেউ দেখাতে পারেনি।
৩.পার্কি বিচ
লম্বায় প্রায় ১৫ কিলোমিটার ৩০০-৩৬০ ফিট চউড়া জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত।
মানুষেরা সেখানে ঘাটাঘাটি করতে যায় এবং কখনো মনে হয় ভয়ানক চিৎকার গুলো সমুদ্র থেকে আ
এরপরেও একে ভুতুরে স্থানের তালিকায় রাখতে হচ্ছে কারন এই সুন্দর্যের ভিতরেও লুকিয়ে রয়েছে কিছু ভৌতিক কাহিনি।এসবের মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় জায় যে সেখানে সন্ধার পরে করো চিৎকার চেচা মেচি লক্ষনীয়। এসব দেখে কিছু কৌতূহলীসছে আবার কখনো মনে হয় পাশের বন থেকে আসছে।
0 Comments